Posted by admin on 2022-10-16 16:56:08 | Last Updated by admin on 2023-02-01 21:03:02
Share: | Visits: 3416
মাগুরাবাসীর জরুরী তথ্য সেবার মোবাইল অ্যাপ Magura Online Seba এখন গুগল প্লে স্টোরে।
প্রকৌশলী সুজন ভৌমিকঃ দেশের প্রথম শতভাগ স্বাক্ষরতা সম্পন্ন মাগুরা জেলার মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ পর্বের ছাত্র মোঃ হাসিবুল ইসলাম Magura Online Seba নামে মাগুরা জেলার সম্ভাব্য সকল তথ্য নিয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মাগুরা জেলার বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসেবা যে কেউ বিনামূল্যে পেতে পারেন। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।
অ্যাপটিতে আপনারা যেসব সেবাসমূহ পাচ্ছেন-
--আরো থাকছে কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগের ব্যবস্থা, মাগুরা সরকারি ট্রেইনিং সেন্টার, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগের ব্যবস্থা। ধীরে ধীরে আপডেট এর মাধ্যমে আরো অনেক সেবা যুক্ত হবে আপনাদের প্রয়োজন অনুসারে।
গুগল প্লে স্টোরে গিয়ে Magura Online Seba লিখে সার্চ দিলেই অ্যাপ টি পাওয়া যাবে।
বিডিসি নিউজের একান্ত সাক্ষাতকারে অ্যাপ নির্মাতা সম্পর্কে জানুনঃ
নামঃ মোঃহাসিবুল ইসলাম । বাড়ী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে। বর্তমানে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৪র্থ পর্বে পড়াশোনা করছেন।
প্রশ্নঃ ১। কার অনুপ্রেরণায় এবং কিভাবে আপনি এই এ্যাপ বানানোর জন্য পরিকল্পনা গ্রহন করেছেন।
উত্তরঃ আমার প্রিয় মাগুরা জেলার মানুষের সুবিধার কথা চিন্তা করেই অ্যাপটি বানানোর উদ্যোগ। আমাদের অনেকেরই বিভিন্ন মুহুর্তে বিভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং তা খুঁজে পেতে হিমসিম খেতে হয়। জরুরি মুহুর্তে কোনো এ্যাম্বুলেন্স এর দরকার হতে পারে, রোগীর জন্য ব্লাডের প্রয়োজন হতে পারে। এজন্যই মাগুরার সকল প্রিয় মানুষের কথা চিন্তা করে এরকম জরুরি যেসব সেবা আছে সেগুলা একটি অ্যাপ এ নিয়ে আসার জন্য আমার এই ছোট উদ্যোগ। যাতে করে মাগুরার একটি মানুষ হলেও অ্যাপটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য সেবাটি পেতে পারে।
প্রশ্নঃ ২। আপনার পরিবারে ভাই-বোন কতজন।
উত্তরঃ আমার পরিবারে আমরা তিন ভাই-বোন (দুইটি বোন আর আমি সবার বড়)
প্রশ্নঃ ৩। আপনার বাবা এবং মা কি করেন?
উত্তরঃ বাবা পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা একজন গৃহিনী।
প্রশ্নঃ ৪। পরিবারের পক্ষ থেকে এই কাজের জন্য কেমন উৎসাহ পেয়েছেন?
উত্তরঃ পরিবারের পক্ষ থেকে এই কাজের প্রতি অনেকটা উৎসাহ প্রদান করেছে।
প্রশ্নঃ ৫। কোন প্রতিষ্ঠান থেকে আপনি এ্যাপ বানানো শিখেছেন?
উত্তরঃ আমরা স্মর্টফোনে অনেক রকমের অ্যাপ ব্যবহার করি। আর বিশেষ করে এই অ্যাপ গুলো গুগল প্লে স্টোর থেকে নামিয়ে থাকি, আর হঠাৎই একদিন আমার মাথায় আসলো প্রতিনিয়ত যে অ্যাপ গুলা ব্যবহার করি এই অ্যাপ গুলো কিভাবে তৈরি করে আর আমাদের স্মর্টফোনে কিভাবে আসে। তখন থেকেই আসলে অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে শুরু করলাম । কিভাবে তৈরি করা হয় আর কিভাবে আমাদের স্মর্টফোনে এসে পৌছায়। আর তখনি আমি ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করলাম কিভাবে এই অ্যাপ গুলা আমি বানাতে পারি অনেক খোঁজাখুঁজির পর একটি ফেসবুক পেজে একটা কোর্স সম্পর্কে জানতে পারলাম বঙ্গ একাডেমি নামে একটি অনলাইন প্লাটফর্মে একদম জিরো থেকে আন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখানো হয়, প্লাটফর্মটির ট্রেইনার জুবায়ের হোসেন। আর তারপর কোর্সে ভর্তি হয়ে গেলাম এবং তখন থেকেই শুরু করলাম অ্যাপ ডেভেলপমেন্ট শেখা।
প্রশ্নঃ ৬। কেউ যদি আপনার মতো এ্যাপ বানাতে চায় তাহলে তাদের জন্য কি করনীয় এবং শিখতে হলে কি কি লাগবে।
উত্তরঃ আসলে আমি যেভাবে শুরু করেছি, যে কেউ চাইলেই পারবে, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে কোনো ব্যাকগ্রাউন্ড এর প্রয়োজন নেই যেকোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই চাইলে শিখতে পারেন। যেকোনো প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন কিংবা নিজে নিজে ইউটিউউব থেকেও শিখতে পারেন।
প্রশ্নঃ ৭। আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
উত্তরঃ আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে নিজ দেশের মানুষের জন্য কাজ করা তথা দেশের জন্য ভালো কিছু করা ।
--------- সমাপ্ত ------------