হুইপ হিসেবে নড়াইল আগমনে মাশরাফিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভচ্ছো
খুলনা বিভাগ
নড়াইল জেলা
প্রকাশঃ 2024-02-01 23:12:09 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 157 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলরে র্সাকটি হাউসে সংসদ সদস্য মাশরাফি বনি র্মোতজাকে জাতীয় সংসদরে হুইপ নর্বিাচতি করায় শুভচ্ছো জানান জলো প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলশি সুপার মোহাম্মদ মহেদেী হাসান। বৃহস্পতবিার ১ ফব্রেুয়ারি সকাল সাড়ে ৯ টায় মাশরাফি বনি র্মতুজা কে অভনিন্দন জানান। জানা যায় আনুষ্ঠানকিতা শষেে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নবিদেনরে জন্য টুঙ্গপিারার উদ্দশ্যেে রওনা দবিনে তিিন। এ সময় উপস্থতি ছলিনে,অতরিক্তি জলো প্রশাসক শাশ্বত শীল, অতরিক্তি পুলশি সুপার তারকে আল মহেদেী এবং অন্যান্য সকল র্কমর্কতাগণ।
এ সময় মাশরাফি বনি র্মুতজা বলনে, মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শখে হাসনিাকে ধন্যবাদ যে উনি আমাকে নযি়োগ দযি়ছেনে এবং আমি আমার র্সবোচ্চ টুকু দযি়ইে চষ্টো করবো আমি আমার কাজটা ঠকিমতো করতে এবং সইে সাথে এই জনপদরে মানুষরে প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছ।ি তাদরে কারণে আমি এ র্পযন্ত আসতে পরেছে।ি আমি আমার কাজরে মাধ্যম দযি়ইে ওনাদরে যে সমস্যাগুলো আছে পূরণ করার চষ্টো করব।বড় বড় অনেক প্রকল্প শেষের পথে বাকী ১/বা ২টা আছে সেগুলো আমি আমার সর্বোচ্ছ দিয়ে সেগুলো করার চেষ্ঠা করবো।