BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সাতক্ষীরায় ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-02-06 18:44:06 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 174 বার।


সাতক্ষীরায় ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

-সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম ও কক্সবাজারের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার জেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানার গলিচিপা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ হোসেন (৪৫) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত জাফর উল্লাহর পুত্র মজিব উল্লাহ (৩৫)। 

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক জানান, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান সাতক্ষীরায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় সেখানে একটি ট্রাক(চট্ট মেট্রো ট-১১-০৯৭৫) সন্দেহজনকভাবে চলাচল করার সময় তাকে ধাওয়া করা হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩৪ হাজার পিচ ইয়াবাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় উক্ত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুটি মোবাইল, নগদ ২৮ হাজার টাকাসহ ট্রাকটি জব্দ করা হয়। তিনি জানান, জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। র‌্যাব কমান্ডার আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন