প্রকাশঃ 2024-02-07 00:07:17 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 219 বার।
-নিজস্ব প্রতিনিধিঃ
লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) এর আয়োজনে বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, বিএনপি বাজার বস্তিতে "বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী"তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফোরকান হোসেন।
বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মজিবুর রহমান কামালের সভাপতিত্বে বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন, রেডটাইমসের প্রধান সম্পাদক ও জালালাবাদ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌমিত্র দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু দাউদ।
বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনায় বক্তারা বলেন, "বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। বাল্যবিবাহের মধ্য দিয়ে এক ঝুঁকিপূর্ণ ও দুর্দশাগ্রস্ত দাম্পত্য জীবনের দিকে মেয়েশিশু বা কিশোরীকে ঠেলে দেয়া হয়। অল্প বয়সী মায়েরাই বেশি মাতৃমৃত্যুর শিকার হয়। এর মূলে রয়েছে বাল্যবিবাহ। যদিও বাল্য বিয়ে রোধে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ। তা স্বত্ত্বেও বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।"
বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রধান উদ্যোক্তা এলএএইচপি"র প্রতিষ্টাতা চেয়ারম্যান, সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট তৌফিকা করিম জানান, "এলএএইচপি অসহায় কারাবন্দীদের বিনামূল্যে আইন সহায়তা দেবার পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে বহুমুখী সচেতনতামুলক কর্মসূচী পালন করছে। এছাড়াও আমরা মানবাধিকার লংঘনসহ সমাজের বিভিন্ন অরাজকতা ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজ করছি। সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর-সাবলীল একটি স্মার্ট বাংলাদেশ আমরা দেখতে পাবো বলে; আমরা আশা রাখছি।"
বাল্য বিবাহ প্রতিরোধে এলএএইচপি"র আলোচনা শেষে বিএনপিবাজার বস্তির তিন শতাধিক শীতার্ত বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ,
বিএনপিবাজার বস্তির কিশোর-কিশোরী ও অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel