BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় সাকিব ও বীরেন শিকদারকে সংবর্ধনা প্রদান

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-02-07 19:24:30 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 137 বার।


মাগুরায় সাকিব ও বীরেন শিকদারকে সংবর্ধনা প্রদান

-মােঃ সাইফুল্লাহ;  মাগুরায় বিশ্বনন্দিত ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সদস্য সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারকে সংবর্ধনা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ।


বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মাগুরার দুটি আসনের আওয়ামী লীগের দলীয় এই দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারা ।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। মাগুরা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও মৎস্যজীবী লীগসহ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত দুই এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসের বাবলু, যুগ্ম সম্পাদক  ও মাগুরা ও পৌরসভার মেয়র  খুরশিদ হায়দার টুটুল, সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে সাকিব আল হাসান বলেন, সকলের সহযোগিতা নিয়ে আদর্শ মাগুরা গড়ে তুলতে কাজ করবো। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন