প্রকাশঃ 2024-02-09 16:25:55 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 280 বার।
-প্রকৌশলী সুজন ভৌমিক :
আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার আইইডিবি তে অনুষ্ঠিত হয়েছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট (জে.পি.আই.) ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ পাশের সন ২০০০ ব্যাচ এর উদ্যোগে ছাত্র-শিক্ষক মিলনমেলা ও তৎকালীন শিক্ষকদের সম্মাননা প্রদান ২০২৪।
অনুষ্ঠানে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট (জে.পি.আই.) ২০০০ ব্যচের তৎকালীন শিক্ষক ও সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার এবং মেকানিক্যাল বিভাগের সকল ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করে।
মিলনমেলায় আগত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা ও রেজিস্ট্রেশন পরবর্তী পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়।
শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত শিক্ষক এবং প্রয়াত বন্ধুদের জন্য ১ মিনিট নিরবতা পালন, করা হয়।
শ্রদ্ধ্যেয় শিক্ষকরা তাদের স্মৃতিচারণ করার সময় ছাত্র-ছাত্রীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। শিক্ষকরা বলেন, যশোর পলিটেকনিকের ২০০০ ব্যচের সকল ছাত্র-ছাত্রীরা একটি ইতিহাস রচনা করলো। আমাদেরকে তারা এমন সংবর্ধনা দিবে তা ভাবতে পারিনি। আমাদের সবার দোয়া রইল তোমাদের প্রতি এবং নিজ নিজ অবস্থানে থেকে সগৌরবে সফল হও।
এছাড়াও অনুষ্টানে ছাত্র-শিক্ষকদের গোল টেবিল বৈঠক, ২০০০ ব্যচের বন্ধুদের স্মৃতিচারণ, শিক্ষকদেরকে ক্রেস্ট ও শাল বিতরণ এবং বন্ধুদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
তৎকালীন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো: ইদরীস আলী, শেখ মোঃ তারিকুল, কাজী আব্দুল মমিন, এমডি ইউনুস আলী, এমডি মুস্তাফিজুর রহমান, শক্তি প্রসাদ গাঙ্গুলী, এম ডি তাহমিদুল হক, প্রকৌশলী এম এ গফুর, আবু আহমেদ, সৈয়দ বদরুল হাসান, এম ডি জিলহজ আলী, ডক্টর ইঞ্জিনিয়ার এমডি আইয়ুব আলী, এমডি রুহুল আমিন, রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সরদার সাজ্জাদ (রিপন) এবং এম.ডি মোস্তাফিজুর রহমান এর উপস্থাপনায় সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫:৩০ এ সমাপ্ত হয়।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel