BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

রাজবাড়ীর পাংশায় গৃহবধুর লাশ উদ্ধার

ঢাকা বিভাগ রাজবাড়ী জেলা

প্রকাশঃ 2024-02-10 18:17:48 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 232 বার।


রাজবাড়ীর পাংশায় গৃহবধুর লাশ উদ্ধার

-রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখ এর স্ত্রী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল দশটার দিকে গৃহবধুর বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পাংশা থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাট্টা গ্রামের একটি বাঁশঝড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় এখানকার গ্রাম পুলিশ। পরে পুলিশ এসে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কাহারা হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর দীপঙ্কর জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বাকি কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন