BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-02-10 19:55:43 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 188 বার।


একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

-নড়াইল প্রতিনিধি

নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন,মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ,কল্যাণ মূখার্জী,কবি সৈয়দ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মঞ্জুর আহম্মেদ,বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলাল উদ্দিন, বিমল কৃষ্ণ দত্ত, ইউপি সদস্য ভবরঞ্জন রায় প্রমূখ। 

সভায় আগামী ২০ ফেব্রæয়ারি লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রæয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মারা যান।গীতিকার ও সুরকার কবিয়াল বিজয় সরকার চারণ কবি হিসেবে সমাধিক পরিচিতি লাভ করেন।জীবদ্দশায় প্রায় ১৮শ’ গান রচনা করেন।গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১৩ সালে তিনি মরনোত্তর একুশে পদক লাভ করেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন