পাওনা টাকা আনতে গিয়ে চায়ের দোকানদার মারপিট এর স্বীকার
খুলনা বিভাগ
বাগেরহাট জেলা
প্রকাশঃ 2024-02-10 19:59:25 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 170 বার।
-মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাট মোংলা পৌরসভা ৪নং ওয়ার্ড বুড়িরডাঙ্গা ইউনিয়ন চায়ের দোকানদার মোসা: সুপিয়া বেগম ৫৬ বাকি খাওয়া পাওনা টাকা আনতে গেলে পাশের গ্রাম এর কামারডাঙ্গা খ্রিস্টান পল্লী এর মৃত জোসেব এর ২ ছেলে জনি ৩০ ও টনি ২৭ দুই ভাই সুপিয়া বেগম এর ছেলে সুজন টাকা চাইতে গেলে গালিগালাজ করে পরে মারপিট করে। তারপর সুপিয়া বেগম ৫৬ তার ছেলেকে নিয়ে খ্রিস্টান পল্লী জনি ও টনির মা কে অভিযোগ জানাতে গেলে পরে কথা কাটা করে সুপিয়া বেগম এর ছেলে কে আবার ও মারতে গেলে
পরে সুপিয়া বেগম ঠেকাতে গেলে তাকে ও মারধোর করে অজ্ঞান করে ফেলে। স্থানীয়রা সুপিয়া বেগম কে মাথায় পানি দিয়ে হুশ করে। তারপর সুপিয়া বেগম স্থানীয় মোংলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।