BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মিরপুর ল"কলেজের তথাকথিত অধ্যক্ষ আলা উদ-দিনের অবৈধ ক্ষমতার অবসান! সরব সামাজিক যোগাযোগ মাধ্যম!

ঢাকা বিভাগ ঢাকা জেলা

প্রকাশঃ 2024-05-20 19:41:44 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 284 বার।


 মিরপুর ল"কলেজের তথাকথিত অধ্যক্ষ আলা উদ-দিনের অবৈধ ক্ষমতার অবসান! সরব সামাজিক যোগাযোগ মাধ্যম!

-মোঃসাইফুল্লাহ ;
ঢাকার মিরপুর ল"কলেজের তথাকথিত অধ্যক্ষ আলা উদ্-দিন আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ আর প্রতিবাদে আইনগত জটিলতার ইতি টেনে ক্ষমতার অবসান ঘটালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত এবং কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানার স্বাক্ষরিত গত ০৯/০৫/২০২৪ইং তারিখের আদেশ মূলে। 
কিন্তু এখনো অনিয়ম আর নীতি গোরহীত কার্য থেকে বিরত হননি ক্ষমতা লোভী আলা উদ-দিন আহমেদ। উক্ত আদেশ যথাযথ মাধ্যমে প্রাপ্ত হয়েও শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজের যাবতীয় হিসাব, ফাইল এবং কলেজের গাড়ি নিজ হেফাজতে রেখে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন! এইদিকে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র - ছাত্রীগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার দেখা যাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর ল কলেজ শাখার সভাপতি নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আহমেদ মিঞা। তাঁরা এহেন কার্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিবৃতিদানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন