সত্যের মশাল হাতে ---অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
বিনোদন
গল্প ও কবিতা
প্রকাশঃ 2024-05-22 15:10:37 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 178 বার।
সত্যের মশাল হাতে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
২১/৫/২৪
সত্যের মশাল হাতে ছিলাম, থাকবো
ঝড় তুফানে ভাঙবো কিন্তু মচকাবো না
কেউ না থাকুক পাশে সত্য ন্যায়ের পথে
লোকে মন্দ বলুক-- মাথা নত করবো না।
আমি আমাকে চিনি, আর কেউ না চিনুক
মারুক মাথায় ইট পাটকেল ছুঁড়ে
কিসের ভয়? সত্যকে কাঁধে নিয়ে ঘুরি
করবো মিথ্যাকে ছাই,আগুনে পুড়ে।
সাপের উদ্দ্যত ফণা ছিলো,থাকবে
রক্ত উৎসবে প্লাবিত বুকের আঙিনা
সহ্য করেছি দা, বল্লম, কুড়ালের আড়াঙ্গি
কাউকে অন্ধকারের কালো দাগ দেখাবো না।
সত্ত্বাহীন,মেরুদন্ডহীন হয়ে যাক মানবতা
মিথ্যার পাহাড় ছুঁয়ে ফেলুক আকাশের তলা
সাইরেন বাজিয়ে আসুক ভয় আতংক
টলমল কচু পাতার জলে বসবাস করবো।
বহু ঝড় ঝাপটা সামলিয়েছি একা একাই
আমি কি ডরাই,কলম হাতে একাই করছি লড়াই
বিড়ালের ভয়ে ঘর ছেড়ে পালাবো,তা হবে না
বহু জনের মতো আত্মার গ্লানি আগুনে পোড়াই।
হার জিত আছে, থাকবেই,নিতে হবে মেনে
জানি তো অপরাধির জন্য আছে বন্দিশালা
এক হাতে শান্তি অন্য হাতে আগুন তুলে দিয়ে
যদি বলো কোনটা নিবে,নেবো আগুনের জ্বালা।
তারপরও বলি খুশি মুখে বেঁচে থাকো
কিসের অহংকার,দম্ভ,সিংহের গর্জন
সুঁইয়ে ডগায় বেঁচে থাকা ক্ষুদ্র জীবনে
সুখের ঘরে না হয় হলো না সঞ্চয় অর্জন।
যদি আসে হেমিলনের বাঁশি হাতে সত্যের সাধক
তখন পালাবে কোথায় হে মিথ্যেবাদীর দল
সত্যই সুন্দর, সত্যই শক্তি,সত্যই মুক্তির সাধক
মাথা বোঝাই অর্থ বিত্ত দিয়ে কি করবে বল।
যে বাড়তে চায় বাড়ুক হাতে তুলে তলোয়ার
আমার লজ্জা ঢাকবো শাড়ী ব্লাউজ কচু পাতায়
পালাবো না আত্ম মর্যাদার লাশ কাঁধে তুলে
সত্যের মশাল হাতে বাঁচবো সত্য প্রতিষ্ঠায়।