মাগুরা শ্রীপুরের সাংবাদিক জুলফিকার আলীর মৃত্যু, প্রেসক্লাবের শোক
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-08-20 11:56:12 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 120 বার।
-মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে দৈনিক যায়যায়দিন শ্রীপুর উপজেলা প্রতিনিধি শ্রীপুর গ্রামের বাসিন্দা মোঃ জুলফিকার আলী স্টকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৯ আগস্ট সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ গোলাম সরোয়ার এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্র, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের শ্রীপুর উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শ্রীপুর প্রেসক্লাব, শ্রীপুর উপজেলা বি এন পি"র নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল ২০ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীপুর পূর্বপাড়া ঈদগাহ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।