BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৩৫ জনের নামে মামলা, অজ্ঞাত আরো ৪"শ জন

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-08-28 19:33:17 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 200 বার।


বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৩৫ জনের নামে মামলা, অজ্ঞাত আরো ৪"শ জন

-বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় ১৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 
মঙ্গলবার রাতে শিমুল সরদারের স্ত্রী শিমু বেগম বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ জনকে। 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।  জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল মন্ডল মতি। নিহত শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন