বগুড়ায় ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী নিহত
রাজশাহী বিভাগ
বগুড়া জেলা
প্রকাশঃ 2024-08-28 19:39:00 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 103 বার।
-বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ৮তলার একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা এলাকার নূর মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাবিরা ইয়াসমিন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শিবগঞ্জের মহাস্থান এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু।
নিহতের পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর হিরু জানান, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার। সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এসময় অসাবধানতাবশত সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিরার লাশ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।