BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়ায় ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী নিহত

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-08-28 19:39:00 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 103 বার।


বগুড়ায় ফ্ল্যাটের ছাদ থেকে  পড়ে কলেজ ছাত্রী নিহত

-বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ৮তলার একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা এলাকার নূর মসজিদের পিছনে এ ঘটনা ঘটে। 
নিহতের নাম সাবিরা ইয়াসমিন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শিবগঞ্জের মহাস্থান এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
 এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু। 
নিহতের পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর হিরু জানান, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার। সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এসময় অসাবধানতাবশত সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিরার লাশ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।  

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন