BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় ব্যবসায়ী ও উদ্যোক্তা সন্মেলন অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-09-21 18:24:23 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 124 বার।


মাগুরায় ব্যবসায়ী  ও উদ্যোক্তা সন্মেলন  অনুষ্ঠিত

-মােঃ সাইফুল্লাহ ; 
মাগুরায় ব্যসায়ী  ও উদ্যোক্তা সন্মেলন ২০২৪ সমাবেশ অনুষ্ঠিত  হযেছে। শনিবার বেলা ১১টায় মাগুরা নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে  আই, বি ,ডব্লিউ ,এফ, মাগুরা জেলা শাখার আয়োজনে  অনুষ্ঠিত  সন্মেলনে ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।
 আই, বি ,ডব্লিউ ,এফ, মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়েতে ইসলামী মাগুরা জেলা আমির কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি   বাকের । প্রধান আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন আই, বি ,ডব্লিউ ,এফ এর যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ  আব্দুল মতিন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী ব্যাংক মাগুরা শাখার ব্যবস্থাপক মোঃ জামিলুর রহমান , আদর্শ শিক্ষক ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান , বাংলাদেশ জামায়েতে ইসলামী মাগুরা জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু।
আই বি ডব্লিউ এফ এর মাগুরা জেলা শাখার  সাবেক সভাপতি  অধ্যাপক আশরাফ হুসাইন সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই বি ডব্লিউ এফ এর মাগুরার উপদেষ্টা আব্দুল গাফফার, বাংলাদেশ ল ইযার্স এর জেলা সভাপতি  এ্যাড ফরিদুল ইসলাম, বিশিষ্ট  ব্যবসায়ী নেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা শিবিরের সভাপতি মোঃ আশিকুর রহমান, পীরজাদা মোস্তফা কামালসহ আরো অনেকে।
 সন্মেলনে জেলার বিবিন্ন অঞ্চলের ব্যাবসায়ী ও উদ্যোক্তারা অংশ গ্রহন করেন বলে জানা গেছে।  

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন