প্রকাশঃ 2024-12-26 11:45:33 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 86 বার।
-দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার সকাল ১১ টা থেকে সারাদিনব্যাপী গৌরীপুর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে ২৪ এর ছাত্রদের গণঅভ্যুত্থানে শহীদ শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদ বিপ্লব, শহীদ রাকিব ও শহীদ জোবায়েরের কবর জিয়ারতের পর প্রশাসনকে শুভেচ্ছা জানিয়ে "জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা" এর নব নির্বাচিত প্রতিনিধি কমিটির পথচলা শুরু হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা শাখার প্রতিনিধিরা হলেন-হিমেল মাহমুদ, মাহমুদুল হাসান, আশিক পাঠান, শরীফুল ইসলাম, আব্দুর রহমান, সাইফুল ইসলাম তালুকদার, লিমন মিয়া, সাগর আহমেদ, হৃদয় মিয়া, মাহফুজুর রহমান প্রমুখ।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel