বেনাপোলে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি নির্বাচিত
খুলনা বিভাগ
যশোর জেলা
প্রকাশঃ 2025-01-02 10:24:22 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 95 বার।
-বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ( বিএনপি) দলের সভাপতি সাহেব আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি ও সাংগঠনিক শুকুর আলী খোকন বিজয়ী হয়েছেন।মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়।
বাহাদুরপুর ইউনিয়ন এর বিএনপির এ তিনটি গুরুত্বপূর্ণ পদে গত বৃহস্পতিবার ৮ জন প্রার্থী যশোর জেলা বিএনপি কার্যালয়ে দলের আহবায়ক নার্গিস বেগম এর নিকট মনোনায়ন পত্র জমা দেন।
সেই অনুযায়ী আজ নির্বাচন হয় শতস্ফুর্ত ভাবে। এতে সভাপতি পদে সাহেব আলী ২৭০ ভোট এবং সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম রবি ২০৮ ভোট পেয়ে নির্বাচীত হন।
সুত্র মতে শার্শা উপজেলায় বিএনপির ত্রিভুজ গ্রুপ রয়েছে। এর একটির অনুসারির নেতা সাবেক বিএনপির কেন্দ্রিয় দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি, দ্বিতীয়টি সাবেক কেন্দ্রিয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন ও অন্যটি শার্শা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসান জহির এর অনুসারি।
বাহাদুরপুর ইউনিয়নে নির্বাচন এলাকা পরিদর্শন করেন মফিকুল হাসান তৃপ্তি, নুরুজ্জামান লিটন, মোস্তাফিজ্জোহা সেলিম আতিকুর রহমান সিন প্রমুখ।