BDCNEWS
bdcnews logo
×

‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’, ঢাকা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা-২০২৩

ঢাকা বিভাগ ঢাকা জেলা

Posted by admin on 2023-01-26 19:10:45 | Last Updated by admin on 2023-03-26 08:34:51

hear-news
player

Share: | Visits: 242


‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’, ঢাকা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা-২০২৩

‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’, ঢাকা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা-২০২৩


-সুজন ভৌমিকঃ

বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে আয়োজকদের চরম ব্যস্ততা ছিল গত প্রায় এক সপ্তাহ যাবত। ঢাকায় বসবাসরত মাগুরার সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রবিন্দু মিরপুর-২ এ অবস্থিত ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি’, ঢাকা। এই আয়োজনকে ঘিরে সমিতির নেতৃবৃন্দসহ ঢাকাস্থ মাগুরাবাসির মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল।  


সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র জানান, সপ্তমবারের মতো এবছর ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’, ঢাকা’র উদ্যোগে বর্ণীল আয়োজনে সরস্বতী পূজার আয়োজন সম্পন্ন করার চেস্টা করেছি।  পূজায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। পূজার আয়োজন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়।


সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাহুল মিত্র জানান, সুষ্ঠুভাবে পূজা উদযাপনে ‘পূজা উদযাপন উপকমিটি’ গঠন করা হয়েছিল।  আয়োজক কমিটিতে ছিলেন আহবায়ক বিজন সাহা, যুগ্ম আহ্বায়ক লাবনী বিশ্বাস, সদস্য সচিব সনৎ সেন, সদস্য হিসেবে রয়েছেন সাগর বৈদ্য, অরুপ বৈদ্য, লিপন ঘোষ, শ্যামল কুমার বিশ্বাস, চিন্ময় কুমার বৈদ্য, বিলাস সেন এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মনেষ অধিকারি।

সংগঠনের সভাপতি ডাঃ বিনয় কুমার দাস পূজার সকল আয়োজনে ঢাকায় বসবাসরত মাগুরাবাসীর সবান্ধব অংশগ্রহনে জন্য ধন্যবাদ জানান।

Leave a Comment: