BDCNEWS
bdcnews logo
×

বালিয়াকান্দি থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসা আটক

ঢাকা বিভাগ রাজবাড়ী জেলা

Posted by admin on 2023-02-01 15:46:57 |

Share: | Visits: 45


বালিয়াকান্দি থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসা আটক

বালিয়াকান্দি থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসা আটক 

মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ


রাজবাড়ীর বালিয়াকান্দি থানাধীন খোর্দ্দ মেগচামীতে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা সহ ২জন মাদক ব‍্যবসায়ী আটক।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুরের ফুরসা এলাকার মোঃ খোরশেদ মাতুব্বরের ছেলে  মোঃ কবির মাতুব্বর (৩০) ও মধুখালি থানাধীন মেগচামী এলাকার মোঃ সাইদ শেখ এর ছেলে মোহাম্মদ হোসেন শেখ(৩২)। 

রাজবাড়ী ডিবির সদ্য যোগদানকৃত ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, গত ৩১ জানুয়ারি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্স বালিয়াকান্দির খোর্দ্দ মেগচামীতে অভিযান চালাই। এসময় কিরন মেম্বারের মোড় সংলগ্ন  মোঃ ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ (আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা) আসামীদের গ্রেফতার করা হয়। মূলহোতা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। 

Leave a Comment: