***
আবেদনের পুর্বে নির্দেশনা পড়ুন
***

“সত্য প্রকাশে নির্ভিক, দেশ ও বিদেশের সকল সংবাদ সবার আগে”
সব খবরের পিছনের খবর জানতে ও জানাতে দেশের প্রতিটি জেলায় BDC News এর সংবাদ প্রতিনিধি, থানা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ব্যুরো চিফ ও গুরুত্বপূর্ণ বিটে স্টাফ রিপোর্টার এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পুরুষ/মহিলা সেচ্ছাসেবী শিক্ষানবিশ সাংবাদিক নিয়োগ প্রদান করা হবে।
* সারাদেশ থেকে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান / নাতী-নাতনীদের ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৃত নাগরিকদের আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
* আগ্রহীরা আগামী (৩০/১০/২০২০ইং) এর মধ্যে আবেদন জমা দিন।
** প্রার্থীর যোগ্যতা (অস্থায়ী): **
# জেলা প্রতিনিধি হতে হলে কমপক্ষে ডিগ্রী পাশ হতে হবে
# অন্যান্য প্রতিনিধির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ, এস, সি. অথবা সমমান।
# যেকোন পত্রিকায় ৬ মাস কাজের অভিজ্ঞতা
# প্রার্থীর নিজস্ব ল্যাপটপ/ কম্পিউটার থাকলে অগ্রাধিকার
# অভ্র / এম, এস, ওয়ার্ডে বাংলায় টাইপিং জানা থাকলে অগ্রাধিকার।
# স্মার্ট ফোন থাকতে হবে এবং ডিজিটাল ক্যামেরা থাকলে অগ্রাধিকার।
বিশেষ নির্দেশনাঃ
# কোন কপি রাইট সংবাদ প্রেরন করা যাবে না।
# প্রেরিত সংবাদের সাথে সংবাদ সর্ম্পকিত ছবি/ভিডিও পাঠানোর চেষ্টা করতে হবে।
# অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
# প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-নাতনীদের অগ্রাধিকার দেয়া হবে।
**প্রার্থীর যোগ্যতা (স্থায়ী): **
১. সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
২. ৬ মাস BDC News এ কাজের অভিজ্ঞতা।
৩. BDC News এ ৫০০টি ছবিসহ লেখা খবর প্রকাশিত হতে হবে।
৪. BDC News এ ১০০টি ভিডিও খবর প্রকাশিত হতে হবে।
৫. BDC News এ উপস্থাপনাসহ ২০টি লাইভ টকশোতে অংশগ্রহন করতে হবে।
৬. BDC News এ প্রতিমাসে বিজ্ঞাপন আনতে হবে কমপক্ষে ১০টি।
* স্থায়ী ষ্টাফ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাপ্রাপ্ত হবেন।
