রাজবাড়ী জেলা ডিবি পুলিশের অভিজানে চুরি ডাকাতি মামলার আসামি মোঃ হারুন উর রশিদ জিল্লু (৪৬) কে কালুখালি উপজেলার মৃগী ইউনিয়নের পারকুলা গ্রামে নিজ বাড়ি থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
২৬ নভেম্বর রাতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শরিফ এর নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে।
অভিজান শেষে বলা হয়, ধৃত আসামি মোঃ হারুন উর রশিদ জিল্লু (৪৬)কে বসত বাড়ি হতে একটি লোহার তৈরি কালো রংয়ের ওয়ান শুটার গান সচল অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে কালুখালী থানায় মামলা দায়ের করেন। আসামী হারুনের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
Please follow and like us: