বেনাপোল প্রতনিধিঃ
সরকারী জমি দখল করে মুরগী ফার্ম গড়ে তোলার অভিযোগ উঠেছে। সাথে ওই ফার্মের পাশের খাল এর পাড়ে বিল্ডিং নির্মান করায় ক্ষুব্ধ হয়েছে এলাকবাসী। তারা ইরিধানে খাল থেকে দুরের জমিতে পানি দিত যে পথে ঠিক সেই পথটিতে এ ফার্ম এর বিল্ডিং নির্মান করেছে। সরকারী জমিতে বিল্ডিং তৈরীর কাজে কেউ কেউ বাধা দিলেও তাদের কথা শোনে নাই প্রভাবশালী শার্শার চটকাপোতা গ্রামের শরিফুল ইসলাম।
সম্প্রতি গয়ড়া থেকে চটকাপোতার দিকে মাঠের মাঝ দিয়ে যে সড়কটি গেছে তার পাশে নির্মান করেছে একটি বিশালকৃতির বিল্ডিং। তার শশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে একটি সরকারী খাল। ওই খাল থেকে সেচ দিয়ে জমি আবাদ করে এখানকার কৃষকরা। গয়ড়া গ্রামের একুব আলীর ছেলে কৃষক আনিছুর রহমান বলেন, আমরা তাকে সরকারী জমিতে বিল্ডিং তৈরী করতে নিশেধ করি। কিন্তু সে আমাদের কথা শোনে নাই । সে বলেছে এটা সরকার দেখবে। তিনি রাজনীতির ক্ষমতা দেখিয়ে এই জমি দখল করে ফার্ম করেছে বলে মন্তব্য করেন।
ফার্মের মালিক শরিফুল ইসলামকে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন সরকারী কিছু জমিতে তার বিল্ডিং পড়তে পারে।
শার্শা সহকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( ভুমি) এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানি না। ভুক্তভোগিরা অভিযোগ দিয়ে বিষয়টি দেখব।