নড়াইল প্রতিনিধি
নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে গণমাধ্যম কর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ ফকরুল হাসান, নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল,সহসভাপতি সাজ্জাদ আলম খান সজল, সাধারন সম্পাদক মোঃআজিজুল ইসলাম,দপ্তর সম্পাদক স্বপন কুমার দাস প্রমূখ। প্রেসক্লাবের থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিভিন্ন গণমাধমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।