বেনাপোল প্রতিনিধিঃ
সরকারী নির্দেশনা অনৃযায়ী ভারত ফেরত ১৭জন পাসপোর্টযাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছিল । বৃহস্পতিবার ভারত থেকে আসা যেসব পাসপোর্টযাত্রীদের ভরতীয় করোনা সনদে এন্টিজেন ও রেপিড এন্টিজেন লেখা ছিল তাদের সরকারী পরিপত্র অনুযায়ী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ তাদের বেনাপোল বিয়েবাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৫টায় পাঠায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য।
চেকপোস্ট স্বাস্থ্য বিভাগের ডাক্তার উৎপলা বিশ্বাস বলেন, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ভারত ফেরত ১৭জনকে উপজেলা প্রশাসনের সহায়তায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে যাদের রিপোর্ট পিসিআর,আরপিপিসিআর লেখা আছে তারা নিজ নিজ বাড়িতে যেতে পারবে।


ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন আবার সিদ্ধান্ত এসেছে কোয়ারেন্টাইন থেকে নমুনা সংগ্রহ করে যাত্রীদের ছেড়ে দেওয়া হবে নিজ নিজ বাড়ি যেতে।
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী বলেন সন্ধ্যা সাড়ে ৭টার সময় জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী যত্রীদের নমুনা ও ঠিকানা রেখে ছেড়ে দেওয়া হয়।
Please follow and like us: