বাংলাদেশের ঢাকা বিশ্ববদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে চিরাচরিত রীতি অনুসারে আয়োজিত হয়ে আসছে সরস্বতী পূজা। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীগণ বিদ্যা লাভের উদ্দেশ্যে বাণী (সরস্বতী দেবী) বন্দনা করেন। তবে সব আয়োজনের মধ্যে সবার থেকে আলাদা করা যায় এখানে স্থাপিত প্রকান্ড ও অসম্ভব সুন্দর সরস্বতী দেবীর বিগ্রহ দিয়ে। জগন্নাথ হলের সামনের পুকুরের ঠিক মাঝখানে স্থাপন করা হয় এই সরস্বতী বিগ্রহকে। এই বিগ্রহ নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীগণ। এখানেই শেষ নয়,। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রায় সকল বিভাগ ও অনুষদের পূজার মন্ডপ থাকে হলের মাঠেই। এবার আমরা দেখলাম প্রায় ৭০ টি আলাদা পূজার মন্ডপ, যার প্রত্যেকটি অপরটি থেকে আলাদা। নিজেদের বিভাগের থিমের ওপর করা ডিজাইনে সাজানো হয় মন্ডপগুলো। একেকটি মন্ডপ যেন আলোকসজ্জায় হয়ে উঠেছিল অনন্য সাধারণ!

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলনমেলা হয়ে ওঠে জগন্নাথ হলের বাণী বন্দনা। মানুষের মধ্যে এক অন্য রকম প্রাণ চাঞ্চল্য উপলব্ধি করা যায় এখানে এসে। অনেক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হন নিজেদের ঐতিহ্যকে আরো একবার অবলোকন করা জন্য। এসে পূজো দেখতে এসে নিজের জীবনসঙ্গী/সঙ্গিনী পেয়ে গেলে অথবা অন্যের সাথে নিজের প্রাক্তনকে খুজে পেলে খুব অবাক হবার কিছু নেই
সংগীত ঃ আহা কি আনন্দ আকাশে বাতাসে- গুপী গাইন বাঘা বাইন। সরোদে কাভার করেছেন অনন্য মেধাবী ও গুণী শিল্পী পৃথ্বীদেব ভট্টাচার্য
এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলটি youtube.com/sumitkakkr