১ লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো “রবিরাগ” এর পরিবেশনায় “শুধুই ভালোবাসার গান”
বসন্তের মাধুরী উৎসবে…মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মলয়সমীরে মধুর মিলন রটাতে।। রবী ঠাকুরের গানে গানে বসন্ত মিলেছে মনের দুয়ারে। ১ লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো “রবিরাগ” এর পরিবেশনায় “শুধুই ভালোবাসার গান”। সেখানে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত এবং প্রেম পর্যায়ের গান। অসাধারণ পরিবেশনায় মন্ত্রমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছিলো। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশ বরেণ্য শিল্পী সাদী মোহাম্মদ। এবং অনুষ্ঠিত হয় শাহবাগ পাবলিক লাইব্রেরীতে।
Please follow and like us: