রাজবাড়ীতে সাম্প্রতিক বর্বরোচিত ধর্ষন, গণধর্ষণ এবং নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে ধর্ষণ কারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে রাজবাড়ী হেল্পলাইন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে রাজবাড়ী হেল্পলাইন এর সদস্যসহ রাজবাড়ী জেলার বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র ছাত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা, এবং বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহন করেন।
এসময় রাজবাড়ী হেল্পলাইন এর সদস্য সোনিয়া আক্তার স্মৃতি বলেন ধর্ষকের পরিচয় সে একজন ধর্ষক। ধর্ষক কোন দলের না এদের কোন জাত নাই এদের কঠিন বিচার করতে হবে।
এই সময় রাজবাড়ী হেল্পলাইনের আরেক সদস্য সুপ্তা চৌধুরী রুপা বলেন প্রতিটি নারীকে এই ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঘরে বসে চুপ করে বসে থাকলে চলবে না।
এসময় ধর্ষকের কঠিন শাস্তির দাবী করা হয়।