করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকিতে পাইকগাছার রাডুলীর বাঁকা বাজার।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নভেল করোনা ভাইরাসের কারণে পুরো বাংলাদেশকে ঝুকিপুর্ণ ঘোষনা করেছে কিন্তু অসচেতনভাবে লক ডাউন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব মানছেন না পাইকগাছা উপজেলার রাডুলী ইউনিয়নের দৈন্দদিন বাঁকা বাজারে আগত জনগণ।

বিগত কয়েক সপ্তাহব্যাপী কড়াকড়িভাবে চলছিল লক ডাউন ও সামাজিক দুরত্ব মেনে চলার জোর তাগিদ। কিন্তু সাম্প্রতিক সময়ে চরমভাবে লংঘিত হচ্ছে লক ডাউন ও সামাজিক দূরত্ব। পাশ্ববর্তী আশাশুনি উপজেলার দরগাহপুর ও খেরশা ইউনিয়ন নিকটবর্তী হওয়ায় সকাল হতেই অসংখ্য মানুষের ঢল নামছে বাঁকা বাজারে এবং লঙ্ঘিত হচ্ছে লক ডাউনের সুবিধা ও সামাজিক দূরত্ব রক্ষার কৌশল। মাছ ও সবজি বাজার পাশাপাশি থাকায় সামাজিক দুরত্ব মানছেনা কেউ মাছ অথবা সবজি বাজারে। প্রচুর ভিড় জমছে মুদি দোকানেও ।
অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করলে সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে পাইকগাছার বাঁকা বাজার।
Please follow and like us: