বেনাপোল চেকপোষ্ট আমদানি রফতানি – বানিজ্যের ভারতীয় ও বাংলাদেশী ট্রাক চালক এবং আনছার সদস্যদের মাঝে করোনা প্রতিরোধক মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার সহ বিভিন্ন উপকরন বিতরন করেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, ও ট্রাক মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজী।
সোমবার বেলা ১১ টার সময় তিনি বেনাপোল চেকপোষ্ট লিংক রোড এলাকায় এ সরঞ্জাম বিতরন করেন। এসয় তার সাথে উপস্থিত ছিলেন আন্তজেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এর বেনাপোল শাখার সভাপতি মনিরুজ্জামান ঘেনা, সাধারন সম্পাদক সাইনুর রহমান, কোষাধ্যাক্ষ আবু সাইদ প্রমুখ।
একাধিক সংগঠনের নেতা আজিম উদ্দিন বলেন করোনা ভাইরাস সম্প্রতি ভারতে ভয়াবহ আকার ধারন করায় তার পুর্ব সতর্কতার জন্য দুই দেশের ট্রাক চালক ও হেলপার এবং তাদের তদারকির কাজে নিয়োজিত আনছার সদস্যদের মাঝে এসব উপকরন বিতরন করা হয়। করোনার মত মহামারির কোন ভ্যাকসিন এখনো বাজারে না আসায় আমাদের সতর্ক থাকতে হবে। যার জন্য আমার সংগঠনের তরফ থেকে সাধ্য মত করোনা প্রতিরোধক উপকরন বিতরন অব্যাহত থাকবে।