ঢাকায় লীভ টুগেদার করা যুবক মেহেদী হাসান ঝন্টু ( আবুল হোসেন, গ্রাম বেনাপোল এর পোড়াবাড়ি নারানপুর ) অভিযোগকারীনি মোছা হীরার কাছ থেকে বিগত ৭ বছরে পর্যায়ক্রমে ১৫ লক্ষ টাকা নিয়ে আতœসাৎ করেছে। এরকম অভিযোগের কথা জানিয়ে এই প্রতিবেদকের কাছে অভিযোগকারিনী বলেছে আমি পোর্ট থানায় যে অভিযোগ করেছি তার উদ্দেশ্য হলো যাতে অভিযুক্ত ঝন্টু তাকে বিবাহ করে। যদি শান্তি পুর্ন ভাবে আপোস মীমাংসায় সে বিবাহে রাজী না হয় তাহলে কঠোরতার পথ অবলম্বন করা হবে। সে জন্যেই থানা পুলিশে অভিযোগ দায়ের করা।
জানা গেছে, গত মঙ্গলবার মোছা হীরা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম আসামির খোজে তৎপর রয়েছেন।
Please follow and like us: