ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা ও ফাড়ী পুলিশ দুই মোবাইল চোর ও এক সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার রাতে থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুর রহিম মোল্লার নির্দেশে আনুমানিক রাত ৮ টায় জোড়াদাহ পুলিশ ক্যাম্পের
আইসি মোঃটিটু আলী জোড়াদাহ কলেজের পার্শথেকে জোড়াদাহ কামার পাড়ার লাল মন্ডলের ছেলে সোহাগ ইসলাম এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা কে গ্রেফতার করে এবং চোরাই মোবাইল উদ্ধার করে । এছাড়াও একই রাতে থানা এসআই জগদীশ চন্দ্র বসু হরিণাকুণ্ডু পৌর এলাকা থেকে সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী আব্দুল আলীমকে গ্রেফতার করে সে ঐ এলাকার মুজিবর রহমানের ছেলে ।
Please follow and like us: