২০/১০/২০২০তাং পাইকগাছা উপজেলাতে দিনব্যপী অনুষ্ঠিত হলো উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। বৈশ্বিক করোনা মহামারীতে বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
শুন্য পদে নির্বাচনে আওয়ামীলীগ থেকে প্রয়াত এম,এ গফুর সাহেবের পুত্র আনোয়ার ইকবাল মন্টু দলীয় মনোনয়ন লাভ করেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলার সর্বশেষ ফলাফলে দেখা যায় মোঃ আনোয়ার ইকবাল মন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ২৯৩০৩ভোট এবং বিএনপি থেকে মনোনীত ধানের শীষ প্রতীকে ডাঃ মোঃ আব্দুল মজিদ পেয়েছেন ২৯৭২ভোট।
নির্বাচনে শান্তিপুর্ণ পরিবেশ ছিল। কোথাও কোন শান্তি-শৃংখলা বিঘ্নিত হয়নি। অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলো সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনটি।
Please follow and like us: