নড়াইলে সরকারি শিশু পরিবার কতৃপক্ষের বিরুদ্ধে এখানে বসবাসরত শিশুদের উপর নানা অন্যায়, অত্যাচরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রতিকার পেতে সোমবার (২৬অক্টোবর)দুপুরে শিশুরা দলবেঁধে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেয়।
শিশুরা জানায়, শিশু পরিবার কতৃপক্ষ দীর্ঘদিন যাবত তাদের নিম্মমানের খাবার পরিবেশনসহ তারা নানা নির্যাতিন, অযন্ত অবেহেলার শিকার হয়ে আসছে। সর্বশেষ রবিবার ২৫ অক্টোবর রাতে একটি শিশু অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা করানো নিয়ে গাফিলতির করণে কতৃপক্ষের সঙ্গে বিরোধ শিশুদের বিরোধ বাঁধে। এর জেরে শিশুরা জেলা প্রশাসক কর্যালয়ে চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে তারা অবস্থানের এক পর্যায়ে জেলা প্রশাসক আনজুমান আরা খবর পেয়ে তাঁর অফিসে পৌছে শিশুদের কাছে সব বিষয় শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিশুরা শিশু পরিবার (ফড়ৎসরঃড়ৎু) ফিরে যায়।
এ বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন,ওখানে তেমন কিছুই হয়নি, ছোট খাটো যে সমস্যাগুলো আছে আমি কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান করে দেব।
নড়াইলে সরকারি শিশু পরিবার কতৃপক্ষের বিরুদ্ধে শিশুদের উপর অত্যাচরের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসুচি
Please follow and like us: