নড়াইলের কালিয়ায় প্রকাশ্য দিবালোকে প্রভাবশালীরা অর্ধলক্ষ টাকার সরকারি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিয়া-পাটনা সংযোগ সড়ক থেকে ওইসব সরকারি গাছ কেটে নিয়েছে । সচেতন মহল মনে করছেন একের পর এক অবাধে সরকারি গাছ নিধন অব্যাহত থাকলে উজাড় হবে যাবে কালিয়ার সামাজিক বনায়ন।
স্থানীয়দের অভিযোগ, বুধবার সকাল থেকে উপজেলার পাটনা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস, নন্দ বিশ্বাস ও সুইট বিশ্বাস ওই সড়কের পাশের ৮টি মূল্যবান ও বহু পুরাতন শিমুল গাছ কাটতে শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত কেটে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ, সরকারি গাছ কেটে নেয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। এবিষয়ে অভিযুক্ত সুইট বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন ওইসব গাছ কাটার সাথে আমি জড়িত নই। তবে তার ভাইয়েরা ওইসব গাছ কাটাকাটি করেছে। এছাড়া ওই সড়কের পাশ ইতিপূর্বে অনেকেই সরকারি গাছ কেটে নিয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে অভিযুক্ত অপর দুইজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
কালিয়ার ইউএনও মোঃ নাজমুল হুদা বলেছেন, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: