নড়াইলে এক ভ্যান চালককে গলা কেটে তার মটর চালিত ভ্যান গাড়িটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে সদরের দূর্বাজুড়ি এলাকায় এ ঘটনার শিকার জামির নামে এক ভ্যান চালক। মুমূর্ষু এই ভ্যান চালককে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজে নেয়া হয়েছে। চিকিৎিসক জানান, তার আঘাত এতটাই গুরুত্বর সে কথা বলতে পারছেনা বলে । পুলিশ ও আহতের স্বজনরা জানায়, রাত ১০টার দিকে দুর্বাজুড়ি ¯øুইস গেটের নিকট নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের বাসিন্দা বশির হামলার শিকার হয়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্বরা জামিরের ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুত্বর হওয়ায় বশিরকে উচ্চতর চিকিৎসার জন্য, চিকিৎসক অন্যত্র নেয়ায়র পরামর্শ দিলে স্বজনরা তাকে খুলনা মেডিকেলে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় কে বা কার জড়িত, সে ব্যাপারে পুলিশ অনুসন্ধানে নেমেছে।
নড়াইলে এক ভ্যান চালককে গলা কেটে তার মটর চালিত ভ্যান গাড়িটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
Please follow and like us: