নড়াইলে নদীতে মাছ শিকারের সময় ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে নবগঙ্গা নদীতে লোহাগড়া উপজেলার কলাগাছী এলাকায় রাধাকান্ত দাস নামে পঞ্চাশউর্দ্ধ ঐ জেলে নিখোঁজ হন। এ সময় নৌকায় থাকা তার ছেলে আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ রাধাকান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দরিদ্র জেলে রাধাকান্ত তার ছেলে সাগর ও ছোট ভাই গৌতম দাসকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো বাড়ির পাশে নবগঙ্গা নদীতে জাল ফেলে মাছ শিকারে যায়। সেখানে মাছ শিকার রত অবস্থায় রাত ১১টার দিকে তারা এই দূর্ঘটনা কবলিত হন। একটি বালুবাহী ট্রলার তাদের ডিঙ্গিটিকে ধাক্কা দিলে তারা সবাই আঘাত প্রাপ্ত হয়ে নদীতে পড়ে যান। এ সময় তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আহত সাগর ও গৌতমকে উদ্ধার করতে সক্ষাম হলেও রাধাকান্তর খোঁজ মেলেনি। খবর পেয়ে রবিবার সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোাঁজ ব্যক্তির সন্ধান শুরু করেন। এ দিকে, ট্রলারের আঘাতে রাধাকান্তর ছেলে সাগরের হাত ভেঙ্গে গেছে, তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।