করোনা ভাইরাসে আক্রান্ত স্বেচ্ছাসেবক লীগের প্রতিতষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বাহাউদ্দীন নাছিম এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২২ সেপ্টেমবর সন্ধায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জ্বল সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাড. ফজলুর রহমান জিন্নাহ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অচিন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজ খান মিলন,দেবাশীষ কুন্ডু মিটুল,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আজম মাসুম, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।