ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে এর ব্যঙ্গাচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ ও হাফেজ পরিষদ সাতক্ষীরার উদ্যোগে শনিবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এ সময় হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।
সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রশিদ’র সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা তাওহীদুর রহমান, হাফেজ জুলফিকার আলী প্রমুখ।
বক্তারা এ সময় বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দেয়ার আহবান জানান।
মানব বন্ধন শেষে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের নাস্তিকদের হেদায়েত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার।
ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
Please follow and like us: