সাতক্ষীরায় সামাজিক দুরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে ৪৫০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রান ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল থেকে সাতক্ষীরা শহরের মধুমল্লার ডাঙ্গী , রসুলপুর, মেহেদীবাগ, সবুজবাগ ও পলাশপোল বউ বাজারে উক্ত ত্রান ও ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয় । ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, কাচা তরকারি, সেমাই ও চিনি। এসময় মা মটরস এর সত্ত¡াধিকারী সমাজসেবক জিল্লুর রহমান বলেন, “ করোনা ভাইরাস নামক এই মহামারীতে জনসাধারণ আজ অবরুদ্ধ। লক্ষ লক্ষ শ্রমিক কর্মবিমুখ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের খাদ্যের সংস্থান সরকারের একার পক্ষে যোগান দেওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। সেজন্য আমরা যারা সচ্ছ¡ল তারা যদি এগিয়ে এসে দুস্থদের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করি তাহলে মানবতার জয় অনেকটা সফল হবে। তিনি আরো ও বলেন, আমার এ ত্রান বিতরণ কার্যক্রম লকডাউন আরম্ভ হলে সেখান থেকে আজ পর্যন্ত এমনকি আগামীতে ও চলমান থাকবে।”এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, লাভলু, মাসুদ ভাই , সাইফুল ইসলাম প্রমুখ।
সমাজসেবক জিল্লুর রহমানের উদ্যোগে ৪৫০০ জনের মাঝে ত্রান ও ঈদের উপহার সামগ্রী বিতরণ
শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
Please follow and like us: