স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে পোতাজিয়া ইউনিয়নের রাউতারা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে দশজন মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধণা দেয়া হয়। পরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকুল কুমার শীলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এলিজা খান।এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ মিল্ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব খান তরুন বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য বিলাসী বালা এবং আজাহার মোল্লা। এসময় অন্যান্যদের মধ্যে সুবীর কুমার ঘোষ, শুকুর প্রাং, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, বাচ্চু সরকার, ফরমান আলী, জহুরুল হক, সুশান্ত কুমার, নজরুল ইসলাম, আমির আলী, মিছু প্রাং এবং স্বাধীন কুমার উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তির