দুবাই ফেরত যাত্রীর হাতে কোয়ারান্টাইন সিল উপেক্ষা করে চড়ে বসেছেন ট্রেনে। যাত্রীদের মাঝে আতংক!
সারা বাংলাদেশ যখন বিশ্বের সকল দেশের সাথে করোনার মত মহামারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে, ঠিক তখনই এমন আচরণ আমরা পেয়েই ছলেছি বাংলাদেশের কিছু নাগরিকের থেকেই।
দুবাই থেকে উনি ফেরত এসেছেন গতকাল রাতে। এসেই উনি চরে বসেছেন ঘরমুখী ট্রেন ধুমকেতু এক্সপ্রেসে। ২২ মার্চ তারিখের সকাল ৬ টার সময় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় এই ট্রেন, যাত্রা করে রাজশাহীর উদ্দেশ্যে। উক্ত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি, তবে উনি নাটোর জেলার বনপাড়া নিবাসী।
উনার হাতে কোয়ারেন্টাইন সিল স্পষ্ট বিদ্যমান। উনি এই সিলকে তোয়াক্কা না করে এখনো দাবী করছেন উনি করোনায় আক্রান্ত নন এটা দুবাই এয়ারপোর্ট ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি তাকে বাড়ি যাবার অনুমতি দিয়েছে।
উনার অবস্থানের কারণে ট্রেনে সকল যাত্রীর মধ্যে বিরাজ করছে আতংক।