অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সালেহুজ্জামান টুটুল মাগুরার কৃতি সন্তানের সাথে কথা বলে জানা যায় ছোট পরিষরে হলেও খেটে খাওয়া দিন মজুর মানুষের মাঝে ফ্রেন্ড ফরেভার মাগুরার ত্রান সামগ্রী বিতরণ করে। আমাদেরকে জানান এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ ০৫/০৪/২০২০ ইং ফ্রেন্ডস ফরেভার, মাগুরা (১৯৯৬ সালের এস,এস,সি ব্যাচ) এর পক্ষ থেকে মাগুরা শহরের কর্মহীন (দিনমজুর, ভ্যানচালক, চায়ের দোকানদার, রিক্সাচালক, পরিবহন শ্রমিক, অসচ্ছল, অসহায় ও দুস্থ) ২০ টি পরিবারের মাঝে খাদ্য (চাল-৫ কেজি, ডাল-১কেজি, আলু-২ কেজি, তেল-১ লিটার, পিয়াজ-১ কেজি, সাবান -১ টা) সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে যার যার ত্রাণ সেই সেই নিজ হাতে গ্রহণ করেন। এ কাজে ফ্রেন্ডস ফরেভার, মাগুরার যে সকল বন্ধুরা সহযোগিতা করেছে তাদের প্রতি ফ্রেন্ডস ফরেভার, মাগুরার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ সালেহুজ্জামান টুটুল ।