দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ২৬৬, মৃত আরও ১৫
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২৬৬ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। মোট সুস্থ ৫৮। আর নতুন শনাক্তদের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।
ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে এসব তথ্য জানান মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকা এবং স্বাস্থ্য বিভাগের সকল বিধি মেনে চলার আহ্বান জানান।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ২২ লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ১ লাখ ৪৭ হাজার ০২৭ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় ৫ লাখ ৫৩ হাজার ৬৭২ জন মানুষ। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তর পুরো বাংলাদেশকে ঝুকিপুর্ণ ঘোষনা করেছে। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়।
এ সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।