আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সকলে আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজের শিক্ষক,কর্মচারিদের নিজস্ব অর্থায়নে কলেজের দুস্থ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় পর্যায়ে ভ্যান চালক ও ক্ষুদ্র চা দোকানিসহ ১,শ ২০ জনের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ কর হয়েছে।
খাদ্য সমগ্রীর ছিল ৫ কেজি চাল,২ কেজি আলু,৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ,৫০০ গ্রাম ডাল, ১ টি সাবান। ত্রান বিতরণরকালে কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান। অন্যদের মধ্যে উপস্থিত শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী ও কলেজের শিক্ষক,কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: