মাগুরার শ্রীপুরে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) এর পক্ষ থেকে
হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিনিধি
।। আশরাফ হোসেন পল্টু,জানান।।
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে ঘরে থাকা গরীব, দুস্থ, অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুুুর উপজেলার টুপিপাড়া গ্রাম নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩’শত গরীব, দুস্থ, অসহায় প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয় ।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষে তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শিকদার কামাল হোসেন, শ্রীপুর থানার এসআই হামিদুল ইসলাম, এএসআই রমজান আলী, ৩নং শ্রীকোল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুন্সী জামিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিলু মিয়া,সাধারণ সম্পাদক সম্পাদক সাহেব আলী প্রমূখ ।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজ উদ্দিন এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত আছে তারই অংশ হিসেবে সাড়া দিয়ে মাগুরার সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এটি এম আব্দুল ওয়াহ্হাব মহোদয় যে ব্যবস্থা নিয়েছেন । এতে তিনি মনে করেন এটি একটি ভাল ও মহৎ উদ্দেশ্য । সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের জন্য এটি সামান্য হলেও বর্তমান সময়ে অনেক বড় পাওয়া । তিনি আরো বলেন, বর্তমানে করোনা ভাইরাস দ্রæত ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এটি রোধ কল্পে সবাইকে সচেতন হতে হবে,সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে,প্রতিনিয়ত সাবান দিয়ে গোসল ও হাত ধুতে হবে । এ রোগের কোন ওষূধ নেই । তাই মানুষকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে । তাছাড়া প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্যও তিনি তাগিদ দেন । পরিশেষে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এটি এম আব্দুল ওয়াহ্হাব মহোদয়ের উদ্যোগকে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি স্বাগত জানান।