কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৬৭তম দিনে, দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১,২০২ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,০৬৫ জনে। মোট সুস্থ ৩,৮৮২। আর মোট শনাক্তদের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।
ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ জনে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে স্বাস্থ্য বিভাগের সকল বিধি মেনে চলার আহ্বান জানান।
Please follow and like us: