আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ১৫’শ পরিবারের মধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন মাগুরা জোন শাখা ।
বুধবার দুপুরে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওবাইদুল্লাহ, পারনান্দুয়ালী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও মাগুরা সদর শাখা ব্যবস্থাপক পংকজ শীল প্রমুখ ।
জাগরনী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে জেলায় কর্মহীন মানুষের সহযোগিতায় কাজ করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। বুধবার একযোগে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ১৫’শ কর্মহীন মানুষের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হলো। করোনায় দুস্থ মানুষের পাশে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাগুরায় ১৫ শ’ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন
Please follow and like us: