মন ভালো নেই মুগ্ধতায়
———————–
দেবদাস কর্মকার
মৌন আকাশ ছুঁয়ে আছে আজ ছাঁদের কার্নিশ,মেঘমেদুর
মন ভালো নেই, আমার একাকীত্ব যেন আত্মরক্ষার অদ্ভুত ম্লানকৌশল,কোথায় লুকাবো প্রবল অন্ধকার,
মাথার উপরে ব্যাকুল খিড়কি দুয়ার, সেখানে মুগ্ধ স্পর্শ
তার পর কি অপূর্ব ঘন মেঘলীন সুনীল সৌন্দর্য আকাশ ।
মন ভালো নেই পৃথিবী জুড়ে খ্যাপাটে জীবাণু মারি ও মড়ক
সমাজ ধর্মে যূথ ভ্রষ্ট বিশৃঙ্খলা, যেন ক্ষণ জীবনের ক্ষণ ক্রন্দন
কে নাড়ে সুতো আড়াল থেকে মৃত্যুকে জড়ো করে?
অন্তর্ঘাতী প্রবল শক্তি,রাষ্ট্রে রাষ্ট্রে প্রভুত্ব কেবল দিগন্ত জুড়ে
প্রবল প্রতাপী স্ফিঙস, যদি মনে করো মানব প্রজাতি বিলুপ্ত একদিন নিখিল সীমানা ছেড়ে ।
কি ভয়াল প্রস্তুতি শব্দহীন দৃশ্যের,ধ্বংস আর সাফল্যের চীত্কার
প্রজাহীন পৃথিবীর বধির প্রান্তরে,তুমি দন্ডায়মান হে রাজাধিরাজ
কোথায় যুদ্ধ বানিজ্য বিকিকিনী গুহার গোলকে,পক্ষ হীন স্বাধীনতা নিমজ্জমান
স্বস্তিহীন তন্ত্র, নাগরিক তন্ত্রের দৃশ্যমান পরিতৃপ্তি
যারা জেগে আছে শূণ্য ওপারে অধোপপাতের বিষ তুলে
তারা কি শোনেনা বিরাগী পৃথিবীর দ্রোহে বিস্ময়ে গভীর ক্রন্দন
প্রেমে প্রতিশোধে অপ্রেমে বিরস বিরোধী নীল কুয়াশায়?
তবুও সপ্রেমে কাছে ডাকে সে সবুজে সবুজে শিকড়ে শিকড়ে
অবারিত মাঠে অরণ্য সাগরে সোনালি ধানের মায়াবী ফলনে
রূপসী নারীর প্রেম প্রাঙ্গণে তেজোদীপ্ত যুবকের শিরে
মানুষ হারেনি যেন প্রজন্ম পরিক্রমায়, একরষি ভ্রমণে,
হোচট খেয়েছে আবার জেগেছে বিজয়ীর বেশে তবু।
আজ ভোর ছুঁয়েছে মৌন আকাশ ছাঁদ ছেড়ে নীল
মুগ্ধতায়,তবু মন ভালো নেই।
26/04/2020 ঢাকা ।
Please follow and like us: