সাতক্ষীরায় সাংবাদিক পরিবারের উপর হামলা, আহত-৫,
মামলা না নয়িে বরে করে দয়োর অভযিোগ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় এক সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, তালার ঘোনায় পারবিারকি বসতভটিার র্দীঘ ৩৫ বছররে যাতায়াতরে একমাত্র পথ মৃত ইসমাইলের পুত্র আরজিুল খা ও তার পুত্র তরকিুল বন্ধ করে দয়ে। এতে ‘দনৈকি খুলনাঞ্চল’, এই আমার দশে’ পত্রকিার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার সাংবাদিক খান নাজমুল হুসাইনকে আপোষ মিমাংসার কথা বলে সাতক্ষীরা থেকে ডেকে নিয়ে মঙ্গলবার সকাল ৯ টায় মাঝিয়াড়া গ্রামের ইদরিচের পুত্র খালিদ হোসেনের মদদে রেজাউলের পুত্র ডুমুরিয়ার মৃনাল বাহিনীর সক্রিয় সদস্য একাধিক মামলার আসামী চরমপন্হী নেতা মুকুল ৩৫, মৃত ইসমাইলের পুত্র আরিজুল ৫৫, আরিজুলের পুত্র তরিকুল ২৮, মৃত ইসমাইলের পুত্র রেজাউল ৬০, সিরাজুল ৫৫, আরিজুলের স্ত্রী তাসলিমা ৪০, জেঠুয়া গ্রামের আলম সরদারের স্ত্রী রিমা ২৪, মাঝিয়াড়ার ইদ্রিসের পুত্র খালিদ ৩৮ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পিস্তল, হাতুড়, রামদা নিয়ে ও গরম তেল ঢেলে অতর্কিত হামলা চালায়। এতে ঘোনার আবু হোসেনের পুত্র সাংবাদিক খান নাজমুল হুসাইন (৩৫), মৃত হারান আলী খানের পুত্র সাবেক ব্যাংক কর্মচারী আবু হোসেন (৫৫), আবু হোসেনের পুত্র মাহাবুব হোসেন (২৩), মৃত এনায়েত আলীর পুত্র বক্কার (৪৫), বক্কারের স্ত্রী কাজল রেখা (৩৫) গুরুতর আহত হয়। এসময় তারা সাংবাদিক নাজমুলের কাছে থাকা ব্যবসায়িক ২ লক্ষ টাকা, কাজল রেখার গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্হানীয়রা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্হার অবনতি ও বমি শুরু হলে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সবাই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। তালা থানায় অভিযোগ জানালে কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই সেলিম রেজা অভিযোগ আমলে না নিয়ে সাংবাদিক নাজমুল সহ পরিবারের সকলকে থানা হতে বের করে দেয়।