BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরার শ্রীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও লোকজ অনুষ্ঠান

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-15 08:20:04 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 39 বার।


মাগুরার শ্রীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও লোকজ অনুষ্ঠান

 -মোঃ সাইফুল্লাহ  ; মাগুরার শ্রীপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে  উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দিনব্যাপি বর্ণিল শোভাযাত্রা ও লোকজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলা নানা চিত্র ফুটিয়ে তুলতে গরুর গাড়ি, ডংকা, লাঠিয়াল দল, সন্ন্যাসী দলসহ বিভিন্ন দলের রূপসজ্জায় গ্রামীণ আবহ তুলে ধরা হয়। চলে পন্তাভাত উৎসব। মঙ্গল শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় শত শত মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নববর্ষের আনন্দে শরিক হয়। 
শোভাযাত্রা শেষে শেখ রাসেল মিনি স্টেটেডিয়াম মঞ্চে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও উপজেলার প্রবীন ও নবীন শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অস্টক গান ও লাঠিখেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

Leave a Comment:
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন